
গফরগাঁও,ময়মনসিংহ : ময়মনসিংহের গফরগাঁওয়ে বৃহস্পতিবার বিকেলে রূপালী ব্যাংক লিমিটেড গফরগাঁও শাখার আয়োজনে প্রকাশ্যে কৃষি, পল্লী ও সিএমএসএমই ঋণ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক লিমিটেড, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহা ব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান মো. ইকবাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপ মহাব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম ও ময়মনসিংহ জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক মো. মনির উদ্দিন ভূঁইয়া। রূপালী ব্যাংক লিমিটেড, গফরগাঁও শাখার ব্যবস্থাপক মোহাম্মদ জিয়াউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. সাফাত জামান, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব, উদ্যোক্তা জুবেদ আলী ও ক্ষুদ্র ব্যবসায়ী ফকরুল হাসান প্রমূখ।
অনুষ্ঠানে ১৭ জনের মধ্যে মোট ১১ লক্ষ টাকা প্রকাশ্যে কৃষি, পল্লী ও সিএমএসএমই ঋণ বিতরণ করা হয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: