
নিউজ ডেস্ক: সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ শনিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন এবং রাজনৈতিক পরিস্হিতি নিয়ে আলোচনা ও কুশল বিনিময় করেন ।
জাতীয় নির্বাচন সামনে এলে প্রতিবারই জাপায় নানা তৎপরতা দেখা যায়, এবারও একই ইঙ্গিত মিলছে। প্রধানমন্ত্রীর সঙ্গে দলের প্রধান পৃষ্ঠপোষক রওশনের সাক্ষাৎ এবং জি এম কাদেরের ভারত যাত্রাকে তারই আভাস বলছে জাপা সূত্র। দলটি ‘ভারত ঘনিষ্ঠ’ দল হিসেবে পরিচিত হলেও জি এম কাদের ভারতে কার কার সঙ্গে সাক্ষাৎ করবেন তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন বাসসকে জানান প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন নিয়েও আলোচনা করছেন।
রওশনের সঙ্গে থাকা তাঁর রাজনৈতিক সচিব গোলাম মসীহ বলেন, নির্বাচন পদ্ধতি এবং জোট বিষয়ক কথা হয়নি। বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, নির্বাচনমুখী দল হিসেবে জাপা ভোটে অংশ নেবে।
প্রধানমন্ত্রী এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: