• ঢাকা
  • রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গফরগাঁওয়ে দিনে দুপুরে তালা ভেঙে দুর্ধর্ষ চুরি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২০ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:২৯ এএম
গফরগাঁওয়ে দিনে দুপুরে
তালা ভেঙে দুর্ধর্ষ চুরি

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে দিনে দুপুরে পৌর শহরের ব্যস্ততম এলাকায় তালা ভেঙে এক বাসায় দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর দেড়টার দিকে শহরের টাউনক্লাব এলাকায় সাইফুল ইসলাম কাজীর বাসায় এ ঘটনা ঘটে। এ সময় চোরচক্র সাইফুল ইসলাম কাজীর বাসার ষ্টিলের আলমারী, ওয়ারড্রবের তালা ভেঙে সাইফুল ইসলাম কাজী ও তার স্ত্রী স্কুল শিক্ষিকা ফাতেমা আক্তারের হজ্বের খরচের জন্য জমানো ১০ লাখ টাকা, ১৫ ভরি স্বর্নালংকারসহ প্রায় ২৭ লাক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী সাইফুল ইসলাম  পৌর শহরের ৪,৫,৬ নং ওয়ার্ডের মুসলিম নিকাহ  রেজিষ্টারও তালাক নিবন্ধক ( কাজী )।

সাইফুল ইসলাম কাজী জানান, তার স্ত্রী ফাতেমা আক্তার স্কুলে ছিল । তিনি দুপুর সোয়া একটার দিকে বাসার সদর দরজায় তালা মেরে বাসা থেকে ২০ গজ দুরে মসজিদে যোহরের নামাজ পড়তে যান। দুপুর দুইটার দিকে বাসায় এসে দেখেন বাসার সদর দরজার তালা ভাঙা। ওয়ারড্রব, ষ্টিলের আলমারির তালা ভেঙে সমস্ত বাসা তছনছ করে নগদ টাকা ২৭ লাখ টাকার মালামাল লুট নিয়ে গেছে চোরের দল।

গফরগাঁও থানার ওসি  শাহিনুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এলাকার আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চোর চক্রকে শনাক্তে চেষ্টা চলছে। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image