জালাল উদ্দিন মন্ডল, নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার উপজেলা নান্দাইলের নান্দাইল পৌরসভার পাচ পাড়া গ্রাম থেকে (৫ এপ্রিল) শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল মডেল থানার পুলিশ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
জানা যায়, শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে নান্দাইল পৌর এলাকা পাচপাড়ার জনৈক ফজলু মিয়ার কলাবাগানে পাশে দাড়িয়ে পাচপাড়া গ্রামের ছিন্নিত মাদক ব্যাবসায়ী আঃ মজিদের পুত্র কাঞ্চন সরকার ( ৩৭) ও জালাল উদ্দিনের পুত্র রাসেল মিয়া (২৬) বিভিন্ন জনদের নিকট ইয়াবা টেবলেট বিক্রি করছিল। এ সংবাদ পেয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে দুই মাদক ব্যাবসায়ীকে ৩০ফিস ইয়াবা টেবলেট সহ গ্রেপ্তার করতে সক্ষম হন।
নান্দাইল মডেল থানার পুলিশ নিজে বাদী হয়ে মাদক ব্যাবসায়ীদের নামে মামলা দিয়ে পরদিন ( ৬ এপ্রিল) শনিবার সকালে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: