• ঢাকা
  • বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সরিষা ফসলের ক্ষেতে এখন হলুদের আবরণ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:৫৫ পিএম
এখন হলুদের আবরণ
সরিষা ফসলের ক্ষেত

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি : পৌষের প্রায় শেষ লগ্নে নীলফামারীর জলঢাকা উপজেলার মাঠ-ঘাট সেজে উঠেছে অপরূপ সাজে। যেন সরষে ফুলে চোখ ধাঁধানো হলুদ সাম্রাজ্য।মনে হচ্ছে যেন এখন প্রকৃতির গায়ে হলুদ।প্রকৃত যেন অঙ্গে হলুদ রঙের শাড়ী পড়েছে।মাঠ-ঘাট প্রান্তরে শুধুই এখন হলুদের ছড়াছড়ি। 

সরষে ফুলের উপর খেলায় মাতোয়ারা বিভিন্ন প্রজাতির মৌমাছি, ভ্রমর, ফড়িং, প্রজাপতিসহ নানা কিট-পতঙ্গ। সরিষে ফুলের হলদে রঙ কয়েক’শ গুণ বাড়িয়ে দিয়েছে প্রকৃতির শোভা। হলুদ ফুলে যখন হাওয়া লাগে তখন ফুলগুলো মাতাল করা দোল দিয়ে হলুদ তরঙ্গের জোয়ারে প্লাবিত করে প্রকৃতি প্রেমীদের হ্রদয়।ঋতুবৈচিএ্যের সঙ্গে সঙ্গে রূপ বদল হয় প্রকৃতিরও।এখন শীতকাল।

সরিষা ফুলের মৌসুম।এই যেন প্রকৃতির স্বর্গীয় আরেক রূপ।এই সময়ে প্রকৃতি পানে চোখ মেলে যদি কেউ একবার তাকায় সে প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য।প্রান্তর জুড়ে উষ্ণ হলুদ ফুলের তোড়া নিয়ে যেন প্রকৃতি আপনারই অপেক্ষায়।

প্রকৃতি প্রেমীদের প্রাণ আকৃষ্ট করে নেয় দৃশ্য ও মুগ্ধতায়।প্রকৃতি প্রেমীদের ভালবাসর মাএা কয়েকগুণ বৃদ্ধি করে দেয়। কুয়াশা ভেজা হাড় কাপানো শীতের সকাল কিংবা বিকেল বেলায় হলুদ ফুলের ডগায় ডগায় এবং পাপড়িজুড়ে ছোট ছোট শিশির কণাগুলো দেখতে অবিকল মুক্তোর মত লাগে। তখন প্রকৃতি আরো আকৃষ্ট ও মুগ্ধ করে কাছে টানে প্রকৃতি প্রেমীদের। ডিমলার মাঠে মাঠে হলুদ অভা ছড়িয়েছে সরিষা ক্ষেতগুলো। ক্রমেই আগুন লাগা হলুদ রঙ অপরূপ হয়ে উঠেছে প্রকৃতি। শীতের রিক্ততায় সরষে ফুল হলুদ রঙ যেন প্রাণের স্পন্দন নিয়ে আসে। শীতে সরষে ক্ষেত গ্রাম-বাংলার রুপকে আরও বেশী অপরূপ করে তোলে।সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়,এই এলাকার বেশিরভাগ শস্য খেতেই এখন সরিষা চাষ হচ্ছে। সরিষা গাছের হলুদ ফুলে উড়ে বেড়াতে শুরু করেছে ঝাঁকে ঝাঁকে মৌমাছি।

জলঢাকার কৃষকরা বলেন, ধান ও সবজির পাশাপাশি এখন প্রতি মৌসুমে সরিষা চাষ করি।এতে ভালোই লাভ হচ্ছে। তাদের ভাষ্যমতে, এক বিঘা জমিতে সরিষা চাষ করতে এক হাজার থেকে দুই হাজার টাকা খরচ হয়। ফলন ভাল হলে বিঘাপ্রতি চার থেকে পাঁচ মণ সরিষা উৎপাদন সম্ভব।আর প্রতি মণ সরিষার মূল্য দেড় থেকে দুই হাজার টাকা। মূলতঃসরিষা একটি তৈল বীজ জাতীয় অর্থকরী ফসল।

কৃষকরা নিজের চাহিদা মিটিয়ে অবশিষ্ট ফসল বিক্রি করে অর্থ উপার্জন করে।সাধারণত বছরের নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করা হয়।সরিষা ঝড়ে পড়া পাতা ও ফুল থেকে জৈব সার হিসাবে কাজ করে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image