• ঢাকা
  • রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গৌরীপুরে পিঠা উৎসব অনুষ্ঠিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৫৬ পিএম
গৌরীপুরে
পিঠা উৎসব অনুষ্ঠিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ক্লাব ৯৭ (এসএসসি ৯৭ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন) গৌরীপুরের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে শুক্রবার (২৪ নভেম্বর) ‘কাছে কিংবা দূরে বন্ধুত্ব চিরতরে, এসো মিলি প্রাণের উল্লাসে’ এ স্লোগানে ৯৭ প্রকার বাহারী পিঠা নিয়ে পিঠা উৎসব, সংগীতানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল রহিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব ৯৭ গৌরীপুরের সভাপতি সুশান্ত সাহা প্রেমু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোঃ রইছ উদ্দিন। বক্তব্য রাখেন প্রভাষক খালেদা আক্তার, সহকারী শিক্ষক কামরুজ্জামান স্বপন, ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক মো. হারুন অর রশিদ, মহিলা বিষয়ক সম্পাদিকা মাহমুদা আক্তার লিপি, উপসহকারী কৃষি অফিসার সুমন সরকার, অবসরপ্রাপ্ত সেনা সদস্য নুরে আলম, সহকারী শিক্ষক মো. ফারুকুল ইসলাম, সম্প্রীতির বন্ধন ৯৭’র সভাপতি আবু জাফর মো. সাদেক, সহকারী শিক্ষক রাহিমা আক্তার রোমা, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ, সহকারী শিক্ষক ফাতেমা আক্তার খাতুন, সহকারী শিক্ষক রাহিমা আক্তার রুমা, খাদিজা আক্তার প্রমুখ।
সংগীত, কবিতা আবৃত্তি, গল্পবলা, কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা হলো রিফাহ তাসনিয়া তরী, শ্রময়ী ঘোষ হিয়াম, শ্যামাশ্রী ঘোষ বৃন্দা, রাই ঘোষ ঐশি, তাসফিয়া জামান রাইমা, অভিমুন্ন ঘোষ সূর্য্য, ফাহিম শাহরিয়ার জয়, তাইয়্যিবা জামান রাইনা, সাদিয়া জামান রাইসা, তাওয়াজ্জাতুল মেঘলা মহুয়া, নাওয়ার হাসান নির্জন, তাসনিম রশিদ রোজা, মো. আব্দুল কাদির আযান, রাইয়ান অশিক স্বপ্নিল, তাওজ্জাতুল মেঘলা মহুয়া, আব্দুল্লাহ হিল বাকী, সৌমিকা সরকার সৃজা,  ফাইজা মুহসিনাত, জান্নাতুল আদন, আয়ান সাদিক তাহারাত, আদিবা নুর।
অনুষ্ঠানে ৯৭ প্রকার পিঠার মধ্যে উল্লেখ্য ছিলো নকশি পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা. ডিম চিতই. পাটিসাফটা. দুধ চিতই, নারিকেল বরপি, মালাই পাটি সাফটা, ঝুড়িপিঠা, বিবিখানা পিঠা, পুলি পিঠা, মোগ পাকন, তেলের পিঠা, ফুল ঝুড়িপিঠা, গোলাপ পিঠা, পানতোয়া পিঠা, পাতা পিঠা, ঝিকিমিকি পিঠা, ঝিণুক পিঠা, গোকুলপিঠা, চিটপিঠা, নুডুলস পিঠা, চপপিঠা, সেমাই বরপি, মসল্লাপিঠা, পাকড়া পিঠা, বেনী পিঠা, পায়েস পিঠা, পয়সাপিঠা, গাজরের পাটিসাপটা, পানকৌড়া ঝালপিঠা, চক্কর দানা, বঊ পিঠা, ঝারা পিঠা, হৃদয় হরণ পিঠা, রসকদম, ডিম বাউটি, ছাইন্না পিঠা, লবঙ্গ লতিকা, সিমপিঠা, চাকমা বড়া পিঠা, প্রজাপতি পিঠা, অনথন পিঠা, শালিপুড়ি পিঠা, সুজির লাড্ডু, মুরালি পিঠা, নারিকেল নাড়ু, সাতকানা পিঠা, তারা পিঠা, পেচাপিঠা, মুড়ির নাড়ু, চিড়ার নাডু, চৈ পিঠা, গাজরগোপালী, জামাইবুগ, রাজারাণী পিঠা, কেক পিঠা, রাজভোগ, নাÐুশালা, আমসত্ব। 
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image