
বিনোদন ডেস্ক : ঢাকার অন্যতম প্রাচীন সিনেমা হল ‘মধুমিতা’। প্রায় দুই মাস সাময়িক বন্ধ থাকার পর ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমা দিয়ে খুলেছিল হলটি। জানুয়ারির ২০ তারিখ থেকে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি প্রদর্শন হয়েছিল এ হলে।
কিন্তু আবারও বন্ধ হয়ে গেল পুরনো এ হলটি। হলের সামনে হাতে লেখা বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৭ জানুয়ারি) থেকে অভ্যন্তরীণ কাজের জন্য মধুমিতা সিনেমা হলের সব শো বন্ধ থাকবে। পরবর্তী খোলার তারিখ পরে জানানো হইবে।
এ ব্যাপারে জানতে দুপুরে হলটির কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি তাকে। এর আগে ফুটবল বিশ্বকাপ চলাকালে বন্ধ ছিল হলটি। সে সময় নওশাদ জানিয়েছিলেন, ‘ফুটবল বিশ্বকাপ ঘিরে দর্শকের বেশ উন্মাদনা ছিল। নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোও তেমন চলছিল না। সব মিলিয়ে হল বন্ধ রাখতে বাধ্য হয়েছি।’
১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ‘মধুমিতা’ সিনেমা হল। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এটি চলচ্চিত্র সংশ্লিষ্টদের কাছে অন্যতম একটি হল। হলটিতে বর্তমানে ১২০০ দর্শক একসঙ্গে সিনেমা দেখতে পারেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: