• ঢাকা
  • সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৫২ এএম
পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু

নিউজ ডেস্ক:  পরীক্ষামূলকভাবে আবারও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে এস. আলম গ্রুপের এসএস পাওয়ার প্ল্যান্ট। মঙ্গলবার রাত ২টা থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়৷ প্রতিদিন চাহিদা অনুসারে সর্বোচ্চ ৬১২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে।

এসএস পাওয়ারের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. ইবাদত হোসেন ভুইয়া বলেন, ‘ঈদুল আজহার পর আনুষ্ঠানিক উদ্বোধনের কথা থাকলেও ঈদে চাহিদার কথা বিবেচনা করে পরীক্ষামূলকভাবে আবারও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছি। গত ২৪ মে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় এবং ৮ জুন সাময়িকভাবে বন্ধ করা হয় এবং দ্বিতীয় ইউনিটের কমিশনিং কার্যক্রম শুরু করা হয়।’

রামপাল দ্বিতীয় ইউনিট:  এদিকে গ্রিডে যুক্ত হয়েছে (সিক্রোনাইজড) রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট (৬৬০ মেগাওয়াট)। বুধবার সকাল ৮টা ৫১ মিনিটে এক হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিট জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালক (জনসংযোগ) মো. শামীম হাসান এ তথ্য নিশ্চিত করেছেন ৷

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (বিআইএফপিসিএল) পরিচালিত রামপালের প্রথম ইউনিট থেকে বর্তমানে গড়ে ৫৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image