• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

তিন দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু ২৪ জানুয়ারি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:০৮ পিএম
সচিব
ডিসি সম্মেনের প্রেস ব্রিফিং করছেন মন্ত্রী পরিষদ সচিব

সুমন দত্ত: এ বছর সারা দেশের জেলা প্রশাসকদের নিয়ে সম্মেলন শুরু হচ্ছে আগামী ২৪ জানুয়ারি মঙ্গলবার। গত বছরের মতো এবারো এই সম্মেলন চলবে তিন দিন।

ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠান হবে। এতে ভার্চুয়ালি অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকার। এছাড়া প্রধান বিচারপতিও ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেবেন এবং ডিসিদের সঙ্গে মতবিনিময় করবেন। রবিবার দুপুর একটায় সচিবালয়ে মন্ত্রী পরিষদ  সচিব এক প্রেস ব্রিফিং এসব কথা বলেন। 

তিনি বলেন, এবার ২৬ টি অধিবেশনে ডিসিদের সম্মেলন ভাগ করা হয়েছে। ২৪৫ টি প্রস্তাব এই অধিবেশনগুলোতে করা হবে। প্রস্তাবগুলোর মধ্যে স্বাস্থ্য সেবা বিভাগের ২৩ টি, ভূমি মন্ত্রণালয়ের ১৫ টি, পানি সম্পদ মন্ত্রণালয়ের ১৩ টি, সুরক্ষা সেবা বিভাগের ১১টি, গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের ১০ টি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ১০টি। 

২৬ জানুয়ারি ডিসি সম্মেলন শেষ হবে। 

ঢাকানিউজ২৪.কম / এসডি

আরো পড়ুন

banner image
banner image