• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মেট্রোট্রেনের সময়সূচিতে নতুন স্টপেজ পল্লবী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০৯ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:০৪ পিএম
সময়সূচিতে নতুন স্টপেজ পল্লবী
মেট্রোট্রেন

নিউজ ডেস্ক : নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৫ জানুয়ারি থেকে পল্লবী স্টেশনেও মেট্রোট্রেন থামবে। গত বছরের ২৯ ডিসেম্বর যাত্রী নিয়ে মেট্রোট্রেন যাত্রার শুরু থেকেই উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত রুটে কোনো যাত্রাবিরতি ছিল না।

মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী মেট্রো ট্রেন চলবে সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। টিকিট কাটার সুবিধার্থে যাত্রীদের জন্য গেট খোলা হবে সকাল ৮টায়। ট্রেনগুলো আগের মতোই দশ মিনিট পরপর চলাচল করবে।

একইসঙ্গে যাত্রাবিরতির জন্য একটি স্টেশন বাড়ানো হয়েছে। এতদিন উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত রুটে মাঝে কোনো যাত্রাবিরতি না ছিল না। ২৫ জানুয়ারি থেকে পল্লবী স্টেশনেও মেট্রোট্রেন থামবে।

গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধনের পর ২৯ ডিসেম্বর যাত্রী চলাচলের প্রথম দিন থেকেই সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলাচল করে আসছে মেট্রোট্রেন।

রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডে প্রবাসী কল্যাণ ভবনে মেট্রোরেল অফিসে সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক সময়সূচি পরিবর্তন ও নতুন স্টেশনে যাত্রাবিরতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

এম এ এন ছিদ্দিক বলেন, যাত্রী চাহিদার কথা বিবেচনা করে মেট্রোট্রেন চলাচলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আমরা আগেই বলেছিলাম, ধীরে ধীরে নতুন স্টেশন যুক্ত করা হবে। স্টেশন বাড়ানোর পাশাপাশি সময়ও বাড়ানো হচ্ছে। অনেক চিন্তা-ভাবনা করেই সকাল সাড়ে ৮টায় মেট্রোট্রেন চলাচল শুরুর সময় নির্ধারণ করা হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image