
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বিএনপি ডাকা হরতাল পালিত হচ্ছে অনেকটা ঢিলেঢালাভাবে। হরতাল তেমন কোনো প্রভাব চোখে পড়েনি এক্ষেত্রে কর্মসূচি পালনে বিএনপি নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয় তালা দেওয়া ঝুলছে। সেখানে কোন নেতাকর্মীর উপস্থিতি ছিলনা।
রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কোথাও কোন হরতালের প্রভাব পড়েনি। নগর জুড়ে সর্বত্র যানবাহন চলাচল করছে। চট্টগ্রাম সড়কে রিকশা, অটোরিকশাসহ অন্যান্য গণপরিবহনের চলাচল স্বাভাবিক রয়েছে। তবে অন্যান্য দিনের চেয়ে নগরীতে মানুষের চলাচল যাতায়ত কম ছিল। এছাড়া, দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে
জননিরাপত্তায় চট্টগ্রাম মহানগরীর বিভিন্নস্থানে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: