• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিটিআরসি নতুন চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৩২ পিএম
বিটিআরসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন
প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ

নিউজ ডেস্ক:  বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ।

সোমবার (১১ ডিসেম্বর) মহিউদ্দিন আহমেদকে চেয়ারম্যান নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এখন তিনি বিটিআরসির ভাইস চেয়ারম্যান হিসেবে চুক্তিতে দায়িত্ব পালন করছেন।

তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে চুক্তি দ্বিতীয় মেয়াদের অবশিষ্ট কাল অর্থাৎ আগামী ১৪ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ১৯ মে পর্যন্ত তিনি বিটিআরসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

‘বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১’ এর ধারা ৭ এবং ৯ এর বিধান অনুযায়ী তিনি এ নিয়োগ পেয়েছেন।

বিটিআরসির চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদারের নিয়োগের মেয়াদ আগামী ১৩ ডিসেম্বর শেষ হচ্ছে। তিনি ২০২০ সালের ১৪ ডিসেম্বর থেকে তিন বছরের জন্য চেয়ারম্যান নিয়োগ পেয়েছিলেন।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image