• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

টেকনাফ থানা পুলিশের অভিযানে বিদেশী মদ ও বিয়ার উদ্ধার 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:৩০ পিএম
টেকনাফ থানা পুলিশের অভিযানে
বিদেশী মদ ও বিয়ার উদ্ধার 

জাফর আলম, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি বসত বাড়ি থেকে বিদেশী মদ ও বিয়ার উদ্ধার করেছে। এসময় এক নারীসহ ২ জনকে আটক করা হয়। 

শুক্রবার (১৩ জানুয়ারী) ভোর ৫ টার সময় টেকনাফ পৌরসভাধীন উত্তর নাইট্যংপাড়া এলাকার (বাস টার্মিনালের পাশে) দিলারা বেগমের বসত বাড়িতে চালানো হয় এ অভিযান। আটকরা হলেন, টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ড উত্তর নাইট্যংপাড়া এলাকার (বাস টার্মিনালের পাশে) জালাল হোসেনের স্ত্রী দিলারা বেগম (২৮) ও মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার প্যারান পুরা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নুর করিম (২০)।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হালিম জানান, আটকদের দখলে থাকা  ৩২ বোতল হুইস্কি ও ২১৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। বিদেশী মদ (হুইস্কি) ও বিয়ার উদ্ধারের ঘটনায় টেকনাফ মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটককৃতদের পুলিশি প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image