• ঢাকা
  • শনিবার, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জলাবদ্ধতা নিরসনে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন : ব্যারিস্টার মনোয়ার 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২৮ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:২৮ পিএম
জলাবদ্ধতা নিরসনে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন : ব্যারিস্টার মনোয়ার 
জলাবদ্ধতা এলাকা পরিদর্শন করছেন চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক : ২৭ আগষ্ট বিকালে নগরীর বহদ্দারহাট, বারাইপাড়া, চকবাজার, কাপাস গোলা ও আগ্রাবাদ জলাবদ্ধতা এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন।

জলাবদ্ধতা এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, "জলাবদ্ধতার নিরসনের যেসব প্রকল্প চলমান রয়েছে তা দ্রুত শেষ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন নগরবাসীকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করতে চসিক, সিডিএ, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ডের সম্বিত প্রচেষ্টাই সম্ভব। সুতরাং সব সংস্থার মাঝে সমন্বয় করে প্রধানমন্ত্রীর আন্তরিক চেষ্টায় চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নকে মানুষের মাঝে উপহার দিতে হবে।"

তিনি জলাবদ্ধতা এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন। তিনি তাদের উদ্দেশ্যে বলেন, "আপনাদের আগে সচেতন হতে হবে। খেয়াল রাখতে হবে নালা নর্দমা এবং খালে যেন ময়লা আবর্জনা পলিথিন না পড়ে।"

এ সময় তাঁর সাথে ছিলেন চট্টগ্রামের নাগরিকের ফোরামের সাংগঠনিক সম্পাদক এম মানছুর আলম, গণমাধ্যম কর্মী  ইমতিয়াজ শাওন, গোলাম রসুল মান্নান, ইমন ও তসলিম প্রমূখ।  

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image