• ঢাকা
  • বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

এনআইডি সেবা ২৮ ঘণ্টা বন্ধ থাকবে 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৩৮ পিএম
২৮ ঘণ্টা বন্ধ থাকবে সেবা
এনআইডি

নিউজ ডেস্ক: সার্ভারে রক্ষণাবেক্ষণের প্রয়োজনে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ২৮ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা। মঙ্গলবার সকাল থেকে বুধবার দুপুর পর্যন্ত জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সব সেবা বন্ধ রাখা থাকবে।

নির্বাচন কমিশন (ইসি) ইনফরমেশন সিস্টেম ব্যবস্থাপনা অধিশাখার (এনআইডি) সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

ইসি বলেন, সার্ভারের রক্ষণাবেক্ষণের কাজ চলমান রয়েছে। রক্ষণাবেক্ষণের কাজ চলমান থাকায় এনআইডি সংক্রান্ত সব সেবা ২০ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

গত ১৪ আগস্ট রাত ১২টা থেকে প্রায় ৩৮ ঘণ্টা সাইবার হামলা ঠেকাতে এনআইডির সার্ভার বন্ধ রাখা হয়।  

২০২২ সালের তথ্যানুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন। আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৩৭ জন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image