• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

হত্যাচেষ্টা মামলায় সাক্ষ্য দিতে আদালতে জয়


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৪১ পিএম
সাক্ষ্য দিতে আদালতে জয়
প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়

ডেস্ক রিপোর্টার : প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় হত্যাচেষ্টা মামলায় সাক্ষ্য দিতে ঢাকার সিএমএম আদালতে হাজির হয়েছেন। রোববার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আদালতে পৌঁছান তিনি।

সাংবাদিক শফিক রেহমানসহ পাঁচজনের বিরুদ্ধে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে সাক্ষ্য দেবেন জয়।

অপহরণ করে সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগে এ মামলা হয়। ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন মডেল থানায় মামলাটি করেন ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান।

আলোচিত এ মামলায় ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি সাংবাদিক শফিক রেহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। শফিক রেহমান ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image