• ঢাকা
  • শনিবার, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ফিলিস্তিন হামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৪৪ পিএম
ফিলিস্তিন হামলার প্রতিবাদে
জামালপুরে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : স্বাধীনতাকামী ফিলিস্তিনে বিশ্বদানব ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক,জামালপুর জেলা শাখা মানববন্ধন করে।

শনিবার (২১ অক্টোবর) সকাল ১১টায় দয়াময়ী মোড়ে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, জামালপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন হয়।

আশরাফুজ্জামান স্বাধীনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রীক দল (জেএসডি) জেলা শাখার সভাপতি আমীর উদ্দিন, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি অজয় পাল বাবু,বিশিষ্ট কবি সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাযযাদ আনসারী,লেখক ও গবেষক মশিউল আলম বাবুল, নারীনেত্রী নুরুনেছা শাহিন, তরঙ্গ মহিলা সংস্থার নির্বাহী পরিচালক শামীমারা খানম, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি ডা. মু. ইউনুস, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ, ৭১ টিভি'র জেলা প্রতিনিধি সুমন আনসারী, জামালপুর মডেল মসজিদের ইমাম মুফতি জাকিরুল হোসেন, যুগবানীর (একটি নজরুল চর্চা কেন্দ্র) সাধারন সম্পাদক এড.আবুল বাশার, সুফি আন্দোলনের  দেওয়ান আব্দুল মালেক, বাংলাদেশ ন্যাশনাল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ মনিরুল হক নোবেল, রোটারিয়ান আব্দুল হক স্বাধীন প্রমূখ।

মানববন্ধনে বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে বলেন,ফিলিস্তিনে শিশুসহ সাধারন মানুষদের হত্যা করা হচ্ছে ইসরায়েল। আমরা এর তীব্র নিন্দা জানাই। গাজায় পানি, বিদ্যুৎ, সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়ে হামলা করে হত্যাযজ্ঞ চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে। হামলা বন্ধ করতে হবে ইসরায়েলের। বিশ্বমোড়ল আমেরিকা জাতিসংঘে ভ্যাটো দিয়ে হামলা এবং হত্যাযজ্ঞকে সমর্থন দিয়ে ন্যাঙ্কারজনক কাজ করেছে এবং মানবাধিকার লঙ্ঘন করেছে। আর আমেরিকার নাকি সারা পৃথিবীতে মানবাধিকারে কথা বলে! আমরা মনে করি,আমেরিকা পৃথিবীর সবচেয়ে মানবাদিকার লঙ্ঘনকারী দেশ। বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পক্ষে, মানবতার পক্ষে পূর্বেও ছিল এখনও আছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image