
নিউজ ডেস্ক: ঢাকা মহানগর দক্ষিণ ৬৮নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম এবং সূত্রাপুর থানাধীন ৪২নং ওয়ার্ড বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক রয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে তাদের গ্রেপ্তার করা হয়। বিএনপির নেতারা মিডিয়াতে এই অভিযোগ করেন।
বিএনপি নেতা আবদুস সালাম এবং লিটন মাহমুদ এক বিবৃতিতে বলেন, বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কব্জায় নিয়ে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের ধারাবাহিকভাবে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও কারান্তরীণ করা হচ্ছে।
জুলুম-নির্যাতনের অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা থানাধীন ৬৮নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম এবং সূত্রাপুর থানাধীন ৪২নং ওয়ার্ড বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক রয়েলকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: