
বিনোদন ডেস্ক : শাকিব অভিনীত ও হিমেল আশরাফ পরিচালিত 'প্রিয়তমা' সিনেমা ঈদুল আজহায় মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছে সিনেমাটি।
রোববার (২ জুলাই) পরিচালক হিমেল আশরাফ তার ফেসবুকে পোস্ট করে লিখেছেন, 'ইতিহাস! সমসাময়িক সময়ে বাংলা সিনেমার হাইয়েস্ট ওয়ান ডে কালেকশনের রেকর্ড গতকাল থেকে প্রিয়তমা'র। এর আগে এই রেকর্ড ছিল শিকারির দখলে।
এখানেই শেষ নয়, এরপর এই নির্মাতা লিখেছেন, ‘আমি সব সময়ই বলতাম সিনেমা হিট করতে হলে মহিলা ও মধ্যবিত্ত দর্শকদের হলে আনতে হবে। যেভাবে মহিলা দর্শক হলে আসতেছেন তাতে এই ইতিহাস আরও অনেক বার নতুন করে লেখা হবে হয়ত। ভালোবাসা।’
এর আগে হিমেল আশরাফ তার এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছে যে, ‘হল থেকে ভিডিও করে যারা অনলাইনে দিচ্ছেন, তাদের তালিকা সাইবার ক্রাইমে দেয়া হয়েছে। যদি বিপদে পড়তে না চান, তবে হল থেকে ধারণ করা সিনেমার ভিডিওগুলো নামিয়ে ফেলুন। প্রায় ২২ হাজার ফুটেজ আমরা ডিলিট করেছি এবং করছি।’
দেশজুড়ে ১০৭ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘প্রিয়তমা’ সিনেমাটি। প্রতিদিন ৪৫০+ টি শো চলছে। এ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছে ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: