
মশিউর রহমান সেলিম, কুমিল্লা: কুমিল্লার লাকসামে দেশসেরা শিল্প পরিবার চৈতী গ্রুপের অর্থায়নে পরিচালিত মোঃ আবুল কালাম হাই স্কুল এন্ড কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২১-২২ সেশনে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের আবুল কালাম ফাউন্ডেশন উদ্যোগে কমপ্লেক্স মাঠে দিনব্যাপী নবীন বরণ উপলক্ষে জমকালো বর্ণিল সাজে নানান অনুষ্ঠান মালা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, আবুল কালাম ফাউন্ডেশন, স্কুল এন্ড কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও সভাপতি শিল্পপতি এবং শিক্ষানুরাগী আবুল কালামের সভাপতিত্বে ও আনিছুর রহমান দুলালের সঞ্চালনায় উক্ত নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮৫ ব্যাচের বন্ধু সংগঠনের সভাপতি ড. সাজ্জাদ হোসেন ভূইয়া, বিশেষ অতিথি কুমিল্লা সরকারি মহিলা কলেজর অধ্যক্ষ প্রফেসর জামাল নাছের, আবুল কালাম ফাউন্ডেশনের সহ-সভাপতি ও চৈতী গ্রুপের পরিচালক ফাহমিদা শবনম চৈতী, কোষাধ্যক্ষ ইয়াসির ফয়সাল আশিক, সদস্য ও আদর নীট কম্পোজিট লিঃ পরিচালক পলক রহমান।
অন্যান্যদের মধ্যে আবুল কালাম কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ শ্রী শম্ভুনাথ আচার্য, পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এ এস এম নাজমুল হক, আবুল কালাম হাই স্কুলের প্রধান শিক্ষাক শাহজাহান মোল্লা, পরিচালনা কমিটির সদস্য আবুল খায়ের, মোশারফ হোসেন মশু, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শাহআলম, সংবাদকর্মী, প্রশাসনিক কর্মকর্তা, চৈতীগ্রুপ ও আবুল কালাম ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সার্বজনীন লোকজনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি, স্কুল, কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং চৈতী গ্রুপের ব্যবস্থপনা পরিচালক মোঃ আবুল কালাম নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করেন এবং ২০২১-২২ স্কুলের এসএসসি’তে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন। অনুষ্ঠান শেষে আনিছুর রহমান দুলালের সার্বিক আয়োজনে নান্দনিক সাজে দেশসেরা নামী-দামী ব্র্যান্ড তারকা শিল্পী ও আবুল কালাম স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য আবুল কালাম ফাউন্ডেশন আগামী ২/১ বছরের মধ্যে মরহুম অলি উল্যাহ ছাত্রবাস, অলি উল্যাহ হাফেজিয়া মাদ্রাসা, মডেল মসজিদ, ঈদগাহসহ একাধিক বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নিয়েছে।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: