
নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎস্যজীবী লীগের আওতাধীন বাড্ডা, রামপুরা, হাতিরঝিল, গুলশান, ভাটারা ও বনানী থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) রামপুরা একরামুন্নেসা উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলনের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎস্যজীবী লীগ।
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ সাইদুর রহমান সাঈদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব লায়ন শেখ আজগর নস্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক।
আজকের এই সম্মেলনের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আলহাজ্ব লায়ন দেলোয়ার হোসেন ও সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল।
এ সময় বক্তারা বলেন, আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখতে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ বদ্ধপরিকর। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে যে কোন বিশৃঙ্খলা রুখে দিতে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সোচ্চার।
আরও উপস্থিত ছিলেন মৎস্যজীবী লীগের সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত মহানগর উত্তর এর নেতৃবৃন্দরা।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎস্যজীবী লীগের আওতাধীন বাড্ডা, রামপুরা, হাতিরঝিল, গুলশান, ভাটারা ও বনানী থানা আওয়ামী মৎস্যজীবী লীগের পদপ্রত্যাশী নেতৃবৃন্দও কর্মীরা।
ঢাকানিউজ২৪.কম / জেডএস
আপনার মতামত লিখুন: