• ঢাকা
  • রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নাটোরে জীববৈচিত্র্য সংরক্ষণের সংকট ও উত্তরণ শীর্ষক সেমিনার 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০৩ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:০৭ এএম
নাটোরে জীববৈচিত্র্য সংরক্ষণের
সংকট ও উত্তরণ শীর্ষক সেমিনার 

নাটোর প্রতিনিধি : মানুষের প্রয়োজন মেটাতে গিয়ে দেশের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। জীববৈচিত্র্য সংরক্ষণের সংকট ও উত্তরণের জন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদ, গবেষক, পরিবেশবিদ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার নতেৃবৃন্দ। শনিবার দিনব্যাপী নাটোরে অনুষ্ঠিত জীববৈচিত্র্য সংরক্ষণের সংকট ও উত্তরণের উপায় শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন।

নাটোর রানী ভবানীর রাজবাড়ি চত্বরের আনন্দ ভবনে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও জীববৈচিত্র্য ভারসাম্য সুরক্ষা কেন্দ্র নাটোরের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। মুল প্রবন্ধ পাঠ করেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির ভিসি প্রফেসর বিধান চন্দ্র দাস।

বিবিসিএফ এর সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং জীববৈচিত্র্য ভারসাম্য সুরক্ষা কেন্দ্র নাটোরের সদস্য সচিব আব্দুল হাকিমের সঞ্চালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বিবিসিএফ এর প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম ফরেস্ট একাডেমির পরিচালক ড. মোল্যা রেজাউল করিম, নাটোর এনএস সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর জহিরুল ইসলাম, নায়েম এর মহাপরিচালক (অবঃ) প্রফেসর ড. লোকমান হোসেন, নাটোর জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড.এফএম আলী হায়দার, বিবিসিএফ এর সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মুকুল, প্রফেসর অলোক মৈত্র, ড. হেলাল উদ্দিন মৃধা, সাংবাদিক ও আইনজীবি মুক্তার হোসেন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সভাপতি মোল্লাঃ মো. এমরান আলী রানাসহ পরিবেশ বাদী সংগঠনের নেতৃবৃন্দ। সেমিনারে চট্রগ্রাম, কক্সবাজার, সিলেট, চুয়াডাঙ্গা, রাজশাহী, বগুড়া, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন অঞ্চলের শতাধিক পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image