
মজিবর রহমান, পিরোজপুর প্রতিনিধি : ঐতিহাসিক ৭ মার্চ,১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় চার দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে চার দিবস পালনের এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাঃ নূর আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ফেরদৌস ইসলাম, মুক্তিযুদ্ধকালীন সাব সেক্টর সুন্দরবন অঞ্চলের যুদ্ধকালীন কমান্ডার মুজিবুল হক খান মজনু, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার,থানা ইন্সপেক্টর (অপারেশন);মোঃ আব্দুল হালিম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমাদুল হক, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুণ আর রশিদ, সমাজ সেবা কর্মকর্তা মো. শফিকুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন আকন, উপজেলা সহকারি সেটেলমেন্ট কর্মকর্তা সৈয়দ মীর আঃ মান্নান,ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সোহেল আহম্মেদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি মজিবর রহমান, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল প্রমুখ।
এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, গণমাধ্যম কর্মী ও এনজিও কর্মীরা সভায় অংশগ্রহণ করেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: