
নিউজ ডেস্ক : ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত সোনালী ব্যাংক প্রিন্সিপাল শাখার টাকা ভর্তি ভল্ট।
ইলেকট্রিক শট সার্কিট থেকে ব্যাংকের টাকার ভল্টের সামনে ইলেকট্রিক বোর্ডে আগুন লেগে যায়। তাৎক্ষণিকভাবে খবর দেয়ায় ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে বড় ধরনের অগ্নিদুর্ঘটনা থেকে রক্ষা পায় সোনালী ব্যাংকের টাকা ভর্তি ভল্ট।
বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এসএমপির উপ-কমিশনার আজবাহার আলী শেখ জানান, ব্যাংকের টাকার ভল্টের সামনের ইলেকট্রিক বোর্ডে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। তারা চেষ্টা চালিয়ে আগুন দ্রুত নেভাতে সক্ষম হওয়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ ও ব্যাংকের কর্মকর্তারাও। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।
এসএমপির উপ-কমিশনার আরও জানান, ব্যাংকের কর্মকর্তারা এসে ভল্ট খুলে দেখেছেন সেখানে রক্ষিত টাকার কোনো ক্ষতি হয়নি।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: