• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শেরপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৩৩ এএম
শেরপুরে
গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জাহিদুল হক মনির, শেরপুর প্রতিনিধি : শেরপুরে প্রথম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। শুক্রবার (১০ মার্চ) বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসন এ টুর্নামেন্টের আয়োজন করে। 

ফাইনাল খেলায় অংশ নেয় শেরপুর পৌরসভা একাদশ দল বনাম নকলা উপজেলা একাদশ দল। নির্ধারিত সময়ে তীব্র প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ফাইনাল খেলার নির্ধারিত সময়ে উভয় দল দুটি করে গোল করে। পরে টাইব্রেকারে শেরপুর পৌরসভা একাদশ ১০-৯ গোলে নকলা উপজেলা একাদশ দলকে পরাজিত করে। বিপুলসংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) সাহেলা আক্তার। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের উপনেতা ও শেরপুর-২ আসনের সংসদ সদস্য মতিয়া চৌধুরী।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি, পুলিশ সুপার মো. কামরুজ্জামান, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু, অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত প্রমুখ। 

পরে জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক (ডিসি) সাহেলা আক্তারসহ অন্য অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে প্রাইজমানি হিসেবে এক লাখ ও রানার আপ দলকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image