• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সীমান্তে চোরাকারবারি ঠেকাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বিজিবিকে নির্দেশ 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০৭ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:১৩ পিএম
সীমান্তে চোরাকারবারি ঠেকাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বিজিবিকে নির্দেশ 
রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) যেকোনো মূল্যে সীমান্তে চোরাকারবারি ঠেকানোর নির্দেশ দিয়েছেন ।

চট্টগ্রামের সাতকানিয়ায় রোববার (০৭ মে) বিজিবি ট্রেনিং সেন্টারে সাড়ে ৫৩৯ নবীন সৈনিক রিক্রুটিং অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এর আগে ৯৯তম রিক্রুটিং ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

বিজিবি বাহিনীতে রোববার যুক্ত হলেন ৫৩৯ জন নতুন সদস্য। ৫০২ জন পুরুষের পাশাপাশি ৩৭ জন নারীও নিয়েছেন ছয় মাসের কঠিন প্রশিক্ষণ।

চট্টগ্রামের সাতকানিয়ার বিজিবি ট্রেনিং সেন্টারে নতুন সদস্যরা শপথ নেন দেশের তরে। নবীন সৈনিকরা সমাপনী কুচকাওয়াজে সশস্ত্র সালাম জানান স্বরাষ্ট্রমন্ত্রীকে। অভিবাদন গ্রহণের পর মন্ত্রী, সৈনিকদের প্রতি দিকনির্দেশমূলক বক্তব্য দেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী যেকোনো মূলে সীমান্তে চোরাকারবারি ঠেকাতে তাদের নির্দেশ দেন। এবারের প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করায় সুহেল মিয়াকে সম্মাননা তুলে দেয়া হয়। 

দেশের প্রায় সাড়ে ৪ হাজার কিলোমিটার সীমান্তে নির্ঘুম জেগে পাহারা দেন প্রায় অর্ধলাখ বিজিবি সদস্য। শুধু সীমান্ত নয়, অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায়ও কাজ করতে হয় এ বাহিনীর সদস্যদের।  সেই বাহিনীতে যুক্ত হলো ৫৩৯ জন নতুন সদস্য।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image