বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর বিরামপুর সীমান্তের ভাইগড় ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যেরা ভারতীয় ২৩৫ বোতল ফেয়ারডিল সহ আব্দুস সোবহান (২২) নামে একজনকে আটক করেছে।
রবিবার (১৪ জানুয়ারি-২৪) ভোর ৪টার দিকে বিরামপুর সীমান্তের ভাইগড় বিজিবি ক্যাম্পের পাশ্চিম পার্শ্বের মাঠ থেকে টহল বিজিবি ধাওয়া করে ২৩৫ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেয়ারডিল সহ আব্দুস সোবহান (২১) নামে একজনকে আটক করেন। আটককৃত আব্দুস সোবহান(২২) বিরামপুর উপজেলার শিবপুর গ্রামের আসলাম উদ্দিনের ছেলে।
এ বিষয়ে বিজিবির ভাইগড় ক্যাম্প কমান্ডার সুবেদার ইব্রাহিম মিয়া জানান,শনিবার দিবাগত ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর সীমান্তের ভাইগড় বিজিবি ক্যাম্পের পাশ্চিম পার্শ্বের মাঠে টহল কমান্ডার হাবিলদার গোলাম মোস্তফার নেতৃত্বে বিজিবি'র একটি টহলদল ওঁৎপেতে ছিল। এসময় ভারতের অভ্যন্তর থেকে কাধে পোটলা নিয়ে বাংলাদেশ অভ্যন্তরে পৌঁছিলে বিজিবি' সদস্যরা ধাওয়া করে ২৩৫ বোতল ফেয়ারডিল সহ আব্দুস সোবহান (২২) নামে একজনকে আটক করেন। তিনি আরোও জানান,আটক কৃত আব্দুস সোবহানকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায়,তার সঙ্গে আরও চারজন ছিল। তারা বিজিবি' র ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়। এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি ২৩৫ বোতল ফেয়ারডিল সহ আব্দুস সোবহান একজনকে সোর্পদ করে চারজন পলাতক আসামি সহ পাঁচজনের নামে মামলা দায়ের করেন। যার মামলা নং-০৬,তাং ১৪/০১/২০২৪ইং।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: