• ঢাকা
  • শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা, মৃদু শৈত্যপ্রবাহ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৩ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:৪১ পিএম
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রাসহ
মৃদু শৈত্যপ্রবাহ

নিউজ ডেস্ক : ঠাণ্ডা বাতাস ও কনকনে শীতে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের পঞ্চগড় জেলা। এ জেলায় দুই দিনের ব্যবধানে তাপমাত্রা কমে ৮ দশমিক ৮ ডিগ্রির ঘরে নেমেছে। 

তেঁতুলিয়ায় সকাল নয়টার দিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর ৩ ঘণ্টা আগে একই তাপমাত্রা রেকর্ড করা হয়। শনিবার (৩ ফেব্রুয়ারি) এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

জেলার তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

উত্তরের এই জনপদের মানুষ তীব্র এই শীতে কাবু হয়ে পড়েছে। উত্তরের ঠাণ্ডা বাতাসের সঙ্গে কুয়াশার ফলে জেঁকে বসেছে শীত। সকালে সূর্যের দেখা মিললেও ছিল নিরুত্তাপ। শীতের দাপটে কাবু হয়ে পড়ছেন স্থানীয়রা। কনকনে শীতে নিম্ন-আয়ের লোকজনের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ঠাণ্ডা বাতাসে কাবু হয়ে পড়া কর্মজীবীরা গরম পোশাকে জীবিকার সন্ধানে ছুটে চলছেন। পাশাপাশি অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image