• ঢাকা
  • শনিবার, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:১৮ পিএম
পঞ্চগড়ে মৌসুমের
সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড 

নিউজ ডেস্ক : ৫ ডিগ্রির ঘরে নেমেছে পঞ্চগড়ের তাপমাত্রা। শীতে কাঁপছে মানুষ।জেলার তেঁতুলিয়ায় এ মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সকাল ৬টার দিকে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এই তাপমাত্রা রেকর্ড করা হয়। তাপমাত্রার পারদ কমে আসায় হাড়কাঁপানো কনকনে শীত অনুভূত হচ্ছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকাল ৬টা ১ মিনিটে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

জেলাটিতে সপ্তাহজুড়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছুদিন আগেও তাপমাত্রার পারদ ছিল ৮-১০ ডিগ্রির ঘরে। এখন ঘন কুয়াশা আর উত্তর দিক থেকে ধেয়ে আসা হিমেল বাতাসে তাপমাত্রা কমেছে। এতে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে।

গ্রামীণ জনপদে নিম্ন-আয়ের জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই তাদেরকে সকাল সাড়ে সাতটার দিকে কর্মস্থলে উদ্দেশে বের হতে দেখা গেছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image