
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়া কিছু সেনা সরিয়ে নেয়ার ঘোষণা দিলেও এখনও দেশটিতে হামলা হতে পারে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
স্থানীয় মঙ্গলবার বাইডেন বলেন, ইউক্রেনে রুশ হামলার জোরালো শঙ্কা এখনও রয়েছে। ইউক্রেনে মার্কিনীদের লক্ষ্যবস্তু করা হলে রাশিয়াকে এর পরিণত ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছেন তিনি।
একই শঙ্কা প্রকাশ করে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ। তিনি বলেন, ইউক্রেনের সীমান্ত এলাকা থেকে কিছু সৈন্য ঘাঁটিতে ফিরিয়ে নিলেও রাশিয়ার পক্ষ থেকে উত্তেজনা প্রশমনের কোনও লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছেনা। মঙ্গলবার ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
গত মঙ্গলবার ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্য দিয়ে ইউক্রেনে রুশ হামলা চালানোর আশঙ্কা কমেছে বলেই ধারনা করা হচ্ছিল। ইউক্রেন সীমান্তে রাশিয়ার ১ লাখ ১০ হাজার সেনা রয়েছেন। তবে, সীমান্ত থেকে রাশিয়া কতজন সেনা সরিয়ে নেবে, তা জানানো হয়নি।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: