• ঢাকা
  • রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

টেকনাফে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ৬ জন আটক


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:২৫ পিএম
টেকনাফে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায়
৬ জন আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের হ্নীলা বাজারের আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার দায়ে ৬ জনকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় টেকনাফের হ্নীলা বাজারের আবাসিক হোটেল ডায়মন্ড থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার দায়ে তিন রোহিঙ্গা নারীসহ ৬ জনকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন-উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড উনচিপ্রাং এলাকার মোহাম্মদ হাসানের ছেলে আব্দুর রশিদ (২৬), একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড দৈংগাকাটার মোঃ সরোয়ারের ছেলে মজিব উল্লাহ (৩৫),হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড পূর্ব সিকদার পাড়ার মৃত আবু জাফরের ছেলে আলী আহমদ (৫৫), উখিয়া পালংখালী জামতলী রোহিঙ্গা ক্যাম্পের মৃত জাফর আলমের স্ত্রী মাহফুজা (৩০),হ্নীলা জাদিমুরা ২৭নং রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-২৬/এ এর বাসিন্দা মৃত আমান উল্লাহর স্ত্রী শাহিদা বেগম (৩০) ও আলীখালী, ২৫নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত জমির হোসেনের মেয়ে সাজিদা বেগম (২২)।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার এসআই মোঃ অলি উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স হ্নীলা বাজারের আবাসিক হোটেল ডায়মন্ডে একটি অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালীন সময়ে পুলিশের উপস্থিতি টের পাইয়া দিক-বিধিক দৌঁড়ে পালানোর চেষ্টাকালে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় তিন রোহিঙ্গা নারীসহ ৬ জনকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, এ সংক্রান্তে বিষয়ে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image