• ঢাকা
  • শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিনা ভোটের সরকারের মন্ত্রীরা প্রলাপ বকছেন: রিজভী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:০৩ পিএম
বিনা ভোটের সরকারের মন্ত্রীরা প্রলাপ বকছেন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

নিউজ ডেস্ক :  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের বাধভাঙা উত্তাল স্রোত দেখে, সরকারের নেতা-মন্ত্রীদের বুকে কাঁপন ধরে। তিনি বলেন, মাত্র দুটি গণসমাবেশ দেখেই বিনা ভোটের সরকারের মন্ত্রীরা প্রলাপ বকতে শুরু করেছেন।

সোমবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী আরও বলেন, গত ১৪ বছর ধরে সীমাহীন নির্যাতন নিপীড়নের শিকার মানুষ সর্বশক্তি নিয়ে সারা দেশে জেগে উঠেছে।

গুম, খুন, অপহরণ, হামলা-মামলা, জুলুম করে এত দিন মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। জনগণ এবার আটঘাট বেঁধে শেষ প্রস্তুতি নিয়েই রাজপথে নেমে এসেছে বলে হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা।

অন্যদিকে ভিন্ন আরেক সভায় গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, হরতাল-অবরোধ-বোমাবাজি করেও মানুষের জোয়ার থামাতে পারেনি আওয়ামী লীগ। এটা আরও বেগবান করতে হবে। স্বাধীনতার পর যারা ক্ষমতায় ছিল তাদের কারণে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি উল্লেখ করে ফখরুল বলেন, গণতন্ত্র ধ্বংসের জন্য এককভাবে আওয়ামী লীগ দায়ী। আওয়ামী লীগ ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার নীল নকশার অংশ হিসেবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image