• ঢাকা
  • সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে ভারত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:১৪ এএম
সীমান্ত সুরক্ষিত হবে
কাঁটাতারের বেড়া দেবে ভারত

নিউজ ডেস্ক:  বিদ্রোহীদের কাছে কোণঠাসা হওয়ার পর ভারতে প্রবেশ করছে মিয়ানমারের সেনারা। এ পরিস্থিতিতে কঠোর হচ্ছে ভারত। মিয়ানমার সীমান্তে বেড়া বসানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

শনিবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমনটি জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আসামে পুলিশ কমান্ডোদের কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিয়ে অমিত শাহ বলেন, মিয়ানমারের সঙ্গে ভারতের সীমান্ত বাংলাদেশের সীমান্তের মতো সুরক্ষিত হবে।

মিয়ানমারের জান্তা ও বিদ্রোহী বাহিনীর মধ্যে লড়াইয়ের কারণে মিয়ানমার সেনাবাহিনীর শত শত সদস্য ভারতে পালিয়ে যাচ্ছেন। গত তিন মাসে মিজোরাম রাজ্যে প্রায় ৬০০ মিয়ানমারের সেনা প্রবেশ করেছেন।

সীমান্তে বেড়া বসিয়ে ভারত মূলত দুদেশের মধ্যকার ফ্রি মুভমেন্ট রেজিম (এফএমআর) বাতিল করছে। এতে সীমান্ত অঞ্চলে বসবাসকারী মানুষদের শিগগিরই এক দেশ থেকে অন্য দেশে আসতে ভিসা প্রয়োজন হবে।

সত্তরের দশকে এফএমআর চালু হয়েছিল। ভারত-মিয়ানমার সীমান্তে বসবাসকারী মানুষদের মধ্যে পারিবারিক ও জাতিগত সম্পর্কের দিকটি বিবেচনা করে এটি চালু করা হয়।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image