
জাফর আলম, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন নয়াপাড়া ক্রীড়া একাডেমীর আগামী এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়েছে।হাফেজ রাকিবুল হাসানের কোরআন কোরআন তেলাওয়াতের মাধ্যমে নয়াপাড়া ক্রীড়া একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় একাডেমীর প্রধান উপদেষ্টা জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি প্রবাসী ও বিশিষ্ট ক্রীড়াবিদ হাজী মোহাম্মদ ইদ্রিস। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমীর উপদেষ্টা মাষ্টার শফিকুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াপাড়া ক্রীড়া একাডেমীর উপদেষ্টা মো: মোজাম্মেল হক,একাডেমীর উপদেষ্টা আব্দুর রহমান, উপদেষ্টা ফায়সাল ইকবাল,একাডেমীর সাবেক সভাপতি শফিকুল ইসলাম ও উপদেষ্টা বাদশা মিয়া প্রমুখ।
আগামী ১ বছরের জন্য সভাপতি নির্বাচিত করা হয়েছে হেলাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ, সাধারণ-সম্পাদক তৈয়ব মোহাম্মদ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আবছার উদ্দিন, ক্রীড়া সম্পাদক জসিম উদ্দিন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: