• ঢাকা
  • শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিশ্বকাপে উগান্ডাকে উড়িয়ে আফগানদের শুরু 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০৪ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৩০ এএম
বিশ্বকাপে উগান্ডাকে উড়িয়ে
আফগানদের শুরু 

নিউজ ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফ্রিকার দেশটিকে ১২৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা উগান্ডা। 

মঙ্গলবার (৪ জুন) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আগফানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় উগান্ডা। প্রথমে ব্যাট করতে নেমে দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রানের বিশাল পুঁজি পায় আফগানরা।

১৮৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে আফগান পেসার ফজলহক ফারুকির তোপের মুখে পড়ে উগান্ডার ব্যাটাররা। ৪৮ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফ্রিকার দেশটি।  

ফিফটির দেখা পেয়েছেন এই দুই আফগান ওপেনার। গুরবাজ ৪৫ বলে ৭৬ ও ইব্রাহিম করেন ৪৬ বলে ৭৬ রান। উগান্ডার পক্ষে কসমাস কেউটা ও ব্রেইন মাসাবা নেন ২টি করে উইকেট।

এই আফগান পেসার একাই পাঁচ উইকেট নিয়ে উগান্ডার ব্যাটিং লাইন ধসিয়ে দেন । এরপর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে ১৬ ওভারে ৫৮ রানে গুটিয়ে যায় উগান্ডা। দলের পক্ষে রবিনসন ওবুয়ে করেন সর্বোচ্চ ২৫ বলে ১৪ রান।   

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image