
নিউজ ডেস্ক: প্রায় দেড় বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিরসনে করণীয় নিয়ে আলোচনায় বসছেন জার্মানির প্রেসিডেন্ট ওলাফ শলৎজ ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বিশ্বব্যাপী জলবায়ু সংকট, দুই দেশের বাণিজ্য ইস্যুটিও থাকছে আলোচ্যসূচিতে।
সংবাদমাধ্যম আল জাজিরা মঙ্গলবার জানিয়েছে, বার্লিনে লি'র প্রথম বিদেশি বৈঠক। ইউক্রেনে মস্কোর যুদ্ধ প্রসঙ্গে চীনের অবস্থান নিয়ে আলোচনার কথা রয়েছে।
ইউক্রেন আগ্রাসনের জন্য এখনও রাশিয়ার বিরুদ্ধে নিন্দা না জানানোয় সমালোচনার মুখে বেইজিং। এ নিয়ে পশ্চিমাদের সঙ্গে সম্পর্কের অবনতিও হয়েছে শি জিনপিং সরকারের। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সবচেয়ে নাজুক।
তবে কিয়েভ ও মস্কো'র সংকট সমাধানে ১২ দফার শান্তি প্রস্তাব দেয় চীন। ওই শান্তি প্রস্তাবে মস্কোর পক্ষে যায় জানিয়ে তা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশ।
সংকট সমাধানে নতুন করে কোনও আলোচনার আলো দেখা যাচ্ছে না দুই দেশের মধ্যে। কিয়েভ বলছে, ইউক্রেনের মাটি থেকে সব রুশ সেনা প্রত্যাহার এবং দখলকৃত জায়গা ছেড়ে দিতে হবে মস্কোকে।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: