
আন্তর্জাতিক ডেস্ক : মাঝ আকাশে ইউক্রেনে মুখোমুখি সংঘর্ষে দুটি এল-৩৯ প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে তিন পাইলট নিহত হয়েছেন। এর মধ্যে খ্যাতনামা পাইলট ‘জুস’ও রয়েছেন। শনিবার (২৬ আগস্ট) দেশটির বিমানবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।
এ বিমান দুর্ঘটনা এমন সময় ঘটলো, যখন যুক্তরাষ্ট্রের কাছে থেকে এফ-১৬ যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন। এ সময় তিন পাইলট নিহত হওয়ার ঘটনা বিমানবাহিনীর জন্য বড় ধাক্কা হিসেবে দেখছে দেশটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইগনাত বলেন, নিহত পাইলটদের একজনের নাম আন্দ্রি পিলশচিকভ। তিনি ‘জুস’ নামে পরিচিত ছিলেন। তরুণ এ পাইলট খুবই চৌকস ছিলেন। তিনি ইউক্রেনের আকাশে এফ-১৬এস উড়ানোর স্বপ্ন দেখতেন।
ইউক্রেনের বিমানবাহিনী জানায়, দেশটির উত্তর ঝিতোমির অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। যুদ্ধবিমান দুটি ছিল এল-৩৯ মডেলের। বিমান দুটি বিধ্বস্ত হয়েছে। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।
ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। এটি আমাদের সবার জন্য একটি দুঃখজনক এবং অপূরণীয় এক ক্ষতি।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: