• ঢাকা
  • শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১৭ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:৩৭ এএম
ভারি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়নি
নিরাপত্তা জোরদার করেছে বিজিবি

নিউজ ডেস্ক:  মিয়ানমারের অভ্যন্তরে দেশটির জান্তা বাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে চলা লড়াইয়ে গুলিবর্ষণের পরিমাণ আপাতত থেমেছে। বাংলাদেশের সীমান্ত থেকে বৃহস্পতিবার ও শুক্রবার পর্যন্ত কোনো গোলাগুলি বা ভারি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়নি।

এমন পরিস্থিতিতে সীমান্তের বাসিন্দারা নিজ বাড়িতে অবস্থান করলেও তাদের আতঙ্ক কাটেনি। তবে চলমান পরিস্থিতি বিবেচনায় সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার ঘুমধুম উচ্চ বিদ্যালয় থেকে সীমান্তরক্ষীসহ ১৫৮ নাগরিককে মিয়ানমারের কাছে হস্তান্তর করা হয়েছে। মিয়ানমারের সীমান্ত পরিস্থিতির কারণে ঘুমধুম সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্রটি সরিয়ে নেওয়া হয়েছে। এই কেন্দ্রের ৫০২ জন এসএসসি পরীক্ষার্থীকে উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে।

বিজিবির সূত্র জানায়, সীমান্ত দিয়ে দুষ্কৃতকারী ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বিজিবি। তুমব্রু সীমান্তে টহল বাড়ানো হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / এইচ

আরো পড়ুন

banner image
banner image