
মো: জহিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার শ্রীমঙ্গলে গ্লোবালের আয়োজনে অসহায় মানুষের মাঝে আগাম ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৩ টায় শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৮০ জন হত দরিদ্র মানুষের মাঝে আগাম নগদ ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শ্রীমঙ্গল গ্লোবালের প্রবাসী সদস্যরা প্রবাস থেকে এসব অনুদান পাঠিয়েছে। তারা প্রবাসে থেকে প্রতি বছর বাংলাদেশ বিভিন্ন সামাজিক কাজ করে আসছে।
শ্রীমঙ্গলে সদস্য সুলতান আহম্মদ চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন শ্রীমঙ্গল দ্বারিকাপাল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুর হক।
বিশেষ অতিথি মুছতাক এলাহি চেমন, বাংলাদেশ প্রতিদিনের শ্রীমঙ্গল প্রতিনিধি, দ্বীপংকর ভট্টাচার্য লিটন , কাজী সৈয়দ মঈন উদ্দীন , শ্রীমঙ্গল গ্লোবালের সম্বময়কারী মাওয়লানা নোমানি , ইকবাল উদ্দীন আহম্মদ, খালেদ হোসেন খালেদ, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাওছার ইকবাল।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন, আমেরিকা প্রবাসী সুলতান আহম্মদ চৌধুরী, হাজী মুছতাক এলাহি চেমন, মো: ছায়ফুল রহমান, বাংলাদেশ প্রতিনিদ এর প্রতিনিধি, দ্বীপংকর ভট্টাচার্য লিটু, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাওছার ইকবাল, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. জহিরুল ইসলামসহ প্রমুখ
অনুষ্ঠানের সঞ্চালনা করেন গ্লোবালের সদস্য নিপেষ ঘোষ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: