মো: জহিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে ৬ ষ্ঠ উপজেলা তৃতীয় ধাপের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ মে) সকাল ৮ টা থেকো বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায়। দুই উপজেলায় ভোট শান্তিপূর্ণ, শতভাগ নিরপেক্ষ ও সুষ্ঠু করতে প্রশাসন দিনভর তৎপর ছিলো।
বুধবার ২৯ মে রাতে শ্রীমঙ্গলে ৮৭ টি কেন্দ্রের ফলাফল শ্রীমঙ্গল উপজেলা রিটার্নি অফিসার মো আবু তালেব ও কমলগঞ্জ ৭৩ টি কেন্দ্রের ফলাফল কমলগঞ্জ উপজেলা রিটার্নি অফিসার জয়নাল আবেদীন নিজ নিজ উপজেলা পরিষদের নির্বাচনের বিজয়ী প্রার্থীদের নাম ও বেসরকারী ঘোষণা করেন।
শ্রীমঙ্গল উপজেলা পরিষদ: শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ২ য় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভানুলাল রায়। তিনি কাপ পিরিচ প্রতীকে ৪২হাজার ৬শ ৬৯ উনসত্তর ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রার্থী মো: আছকির মিয়া মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৮ শ ছিয়াত্তর,৩ নাম্বার অবস্থানে প্রেম সাগর হাজরা আনারস প্রতীকে ৩১ হাজার শূন্য চৌত্রিশ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে রাজু দেব রিটন তালা প্রতীকে ৫৮ হাজার ৭ শ ষাট ভোট পেয়ে বিজয়ী তার নিকটতম প্রার্থী বর্তমান ভাইস মোহাম্মদ লিটন আহমেদ টিউবওয়েল প্রতীকে ২০ হাজার ৯ শ ৯২ বিরানব্বই।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাজেরা খাতুন হাঁস প্রতীকে ৫০হাজার ৭ শ তেত্রিশ ভোট বেসরকারিভাবে নির্বাচিত তার নিকটতম প্রার্থী বর্তমানে মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত পদ্নফুল প্রতীকে ৩৪ হাজার ৫ শ ০১ এক ভোট, ৩ নাম্বার অবস্থানে কবিতা রানী দাশ ফুটবল প্রতীকে ২৪ হাজার ১ শ আটাশি ভোট পেয়েছেন।
শ্রীমঙ্গল উপজেলায় ভোট চলাকালে ৩টি কেন্দ্রে ৪ জন সহকারী প্রিজাইডিং অফিসারকে অনিয়মের অভিযোগে প্রত্যাহার করা হয়।
কমলগঞ্জ উপজেলা : শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো: ইমতিয়াজ আহমেদ । তিনি মোটর সাইকেল প্রতীকে ৪৬ হাজার ৬ শ ৪০ চল্লিশ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো:রফিকুর রহমান আনারস প্রতীকে ৩০ হাজার ৭ শ ১২ বার, ৩ নাম্বার অবস্থানে গীতা রানী কানু ঘোড়া প্রতীকে পেয়েছেন ২ হাজার৭ শ বত্রিশ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে মো: আব্দুল ওয়াব বৈদ্যুতিক বাল্ব প্রতীকে ৩৯ হাজার ৯৭ সাতানব্বই ভোট পেয়ে বিজয়ী তার নিকটতম প্রার্থী নিরঞ্জণ দেব মাইক প্রতীকে ১৪ হাজার ৯ শ ৬১ একষষ্ট্রি ভোট, ৩ নাম্বার অবস্থানে মো: আলমগীর চৌধুরী চশমা প্রতীকে ১০ হাজার ৯ শ ৩৮ আটত্রিশ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিলকিস পদ্নফুল প্রতীকে ৪১ হাজার ৬ শ ৪৯ উনপঞ্চাশ ভোট বেসরকারিভাবে নির্বাচিত তার নিকটতম প্রার্থী মুন্না দেব ফুটবল প্রতীকে ৩৫ হাজার ৯ শ ৮১ একাশি ভোট পেয়েছেন।
শ্রীমঙ্গল উপজেলায় মোট ভোটার ২ লাখ ৫৪ ছুয়ান্ন হাজার ৪১ একচল্লিশ ভোট এবং কমলগঞ্জ উপজেলার মোট ভোটার ২ লাখ ১১ হাজার ২ শ ৯৬ ছিয়ানব্বই ভোটার ছিলো।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: