• ঢাকা
  • বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

হাকিমপুরে দ্বিতীয় পর্যায়ে চলছে লোহার খনি সন্ধানের কার্যক্রম


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৩৪ পিএম
হাকিমপুরে দ্বিতীয় পর্যায়ে চলছে
লোহার খনির সন্ধান

এম,ডি রেজওয়ান আলী, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর হাকিমপুরে লোহার খনির সন্ধান মিলেছে দ্বিতীয় পর্যায়ে চলছে কার্যক্রম। 

৩০ মে দিনাজপুর হাকিমপুর উপজেলার সরেজমিনে দেখা যায়,আলীরহাট নামক এলাকায় লোহার খনির সন্ধান ও যাচাইয়ে দ্বিতীয় পর্যায়ের খনন শুরু হয়েছে। উক্ত স্থানে ৮ মাসে ৬টি হোল ড্রিলিংয়ের মাধ্যমে নিশ্চিত করা হবে কি পরিমাণ লৌহ আকরিক মজুত রয়েছে খনিতে। 

আকরিকের মজুত ও অর্থনৈতিকভাবে লাভজনক হবে কিনা তার ভিত্তিতে উত্তোলনের সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্টগণ। ২০১৯ সালে উপজেলার হাকিমপুর আলীহাটে লোহার খনি আবিষ্কার করে ভূতাত্ত্বিক জরিপ করেন সংশ্লিষ্ট অধিদপ্তর। স উক্ত সময় ৬২৫ মিলিয়ন মেট্রিক টন লৌহ আকরিকের সন্ধান পাওয়া যায়,যাহা ৪০৮ থেকে ৬৩২ মিটার গভীরতায় ৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে আছে বলে জানা যায়। 

এ বিষয়ে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, এবার দ্বিতীয় পর্যায়ে খনের কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে লোহার গুণগত মান ও মজুতের পরিমাণ নির্ধারণ হবে। 

এছাড়া, অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যাবে কিনা সে বিষয়ে সম্ভবতা যাচাই করে পেট্রোবাংলার কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে।

উক্ত বিষয়ে দিনাজপুর-৬ আসন সংসদ সদস্য শিবলী সাদিক বলেন,খনির কার্যক্রম শুরু হলে,এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। এতে কর্মসংস্থানের মাধ্যমে দূর হবে বেকারত্ব।

প্রথম জরিপের তথ্যমতে, খনিতে যে পরিমাণ লৌহ আকরিক রয়েছে,তা তোলা গেলে আগামী ৩০ থেকে ৪০ বছর দেশের লোহার চাহিদা মেটানো সম্ভব হবে মন্তব্য করেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image