বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর হাকিমপুর হিলিতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ফিরোজ খান (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্হানীয় থানা পুলিশ।
বুধবার সকালে হাকিমপুর উপজেলার হিলি'র মধ্যবাসুদেবপুর এলাকায় ভাড়া করা নিজ বাড়ির ঘরের বারান্দায় বাঁশের সাথে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উক্ত নিহত ফিরোজ খান চুয়াডাঙ্গা জেলার শামসুল হকের ছেলে। সে হিলিতে বিথি নামের এক মেয়েকে বিয়ে করে স্বামী স্ত্রী একসাথে বসবাস করে আসছিলেন। এবিষয়ে হাকিমপুর থানা অফিসার ইনর্চাজ আবু সায়েম বলেন,নিহত ফিরোজ ও তার স্ত্রীর মধ্যে প্রায় নিয়মিত ভাবে তাদের মধ্যে ঝগড়া ফাসাদ লেগেই থাকতো। এমন অবস্থায় আজ এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেয়ে জানাযাবে এটি হত্যা না আত্মহত্যা।
এবিযয়ে এখনো কোন মামলা হয়নি। নিহত ফিরোজের পরিবারের লোকজনদের খবর দেয়া হয়েছে। তারা আসলে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: