• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

অভিনয়ে বিশেষ অবদানে এস আর মাল্টিমিডিয়া স্টার এওয়ার্ড পেলেন শেখ ফরিদ পলক


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২৪ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:৪১ পিএম
অভিনয়ে বিশেষ অবদানে 
এস আর মাল্টিমিডিয়া স্টার এওয়ার্ড পেলেন শেখ ফরিদ পলক

নিজস্ব প্রতিবেদন: রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি কাঁচার মিলানায়তনে শনিবার, ২২ জুলাই বিকেলে ৪ টায় মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে মিডিয়াকর্মীদের করণীয় শির্ষক আলোচনা নিয়ে এস আর মাল্টিমিডিয়া'র ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এস আর মাল্টিমিডিয়া স্টার এওয়ার্ড - ২০২২ইং অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস আর মাল্টিমিডিয়া'র প্রতিষ্ঠাতা ও পরিচালক লায়ন সাহাব উদ্দিন ভূইয়া।

অনুষ্ঠানে এস আর মাল্টিমিডিয়া'র জুরি বোর্ডের বিবেচনায় অভিনয়ে বিশেষ অবদান রাখার জন্য এওয়ার্ড পেয়েছেন  তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শেখ ফরিদ পলক। একই সাথে দেশ বরেণ্য সকল অভিনয় শিল্পী, সংগীতশিল্পী, নৃত্যশিল্পী এবং সমাজসেবকদের এ এওয়ার্ড প্রদান করা হয়।

পলক বলেন, যেকোনো প্রাপ্তি আনন্দের। খুব সম্মানিত বোধ করছি, খুবই অনুপ্রাণিত বোধ করছি। দর্শকের ভালোবাসা নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যেতে চাই। যিনি সবসময় আমাকে নিয়ে প্রতিনিয়ত স্বপ্ন দেখেন, অভিনয়ের সঙ্গে সম্পর্কিত থাকার প্রেরণা দেন এই পুরস্কারটি উৎসর্গ করতে চাই আমার বাবার প্রতি। সবাই আমার জন্য দোয়া করবেন।

এ সময় উপস্থিত ছিলেন চিত্র নায়িকা সারা জেরিন, জনপ্রিয় সংগীত শিল্পী মুনিয়া মুন, ঢালিউড কিং শাকিব খান অভিনীত চলচিত্র "লিডার আমিই বাংলাদেশ" এর জনপ্রিয় অভিনেত্রী দিশা মনি, একুশে টিভি'র সংবাদ উপস্থাপিকা রুমানা আক্তার রুনা সহ দেশ বরেণ্য সব তারকারা।

জমকালো গান, নৃত্য, অভিনয়, কবিতা আবৃত্তি, ফ্যাশন শো এবং তারকাদের মাঝে এওয়ার্ড প্রদানের মধ্য দিয়ে এস আর মাল্টিমিডিয়া'র ৬ষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপ্তি হয়।

উল্লেখ্য শেখ ফরিদ পলক এখন পর্যন্ত দেশ বরেণ্য সকল অভিনয় শিল্পীদের সাথে বহু নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজ, ধারাবাহিক এবং শর্ট ফিল্মে অভিনয় করেছেন। এর মধ্যে অন্যতম সখিনার চন্দ্রকলা, ঘুম সোহেল, হেরে যাবার গল্প, ঝগড়ায় পারফেক্ট, ভালোবাসার নাম বাবা, Mad Pair (পাগল জুটি), তুমি আজও আমার গল্পে, রিভেঞ্জ ব্যাক ইন এ্যকশন, ভেরার পাল, কিউটিপাই, প্যাতা ভাইয়ের বিবাহ বিভ্রাট সহ আরো অনেক। এছাড়াও তিনি ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও “রেডিও বিক্রমপুর ৯৯.২ এফএম” এর আরজে হিসেবে শ্রোতা জরিপে পর পর ৩বার প্রথম স্থান অর্জন করেন।

বর্তমানে তিনি ২০২১-২০২২ইং অর্থবছরের রাষ্ট্রিয় অনুদান প্রাপ্ত পূর্ণদৈর্ঘ চলচিত্র "জয় বাংলা ধ্বনি" তে প্যারারার নায়ক হিসেবে অভিনয় করছেন যা খুব শীঘ্রই মুক্তি পাবে। এছাড়াও গুণী এই অভিনেতার হাতে আরো বেশকিছু ভালো কাজ আছে বলে জানিয়েছেন। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image