• ঢাকা
  • সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নিরাপত্তা ও বাজেট সহায়তা স্থগিতের ঘোষণা ইইউর


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৯ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৩৯ পিএম
অভ্যুত্থানে পরে সমর্থন জানায় দেশটির সেনাবাহিনী
ইইউর সহায়তা স্থগিতের ঘোষণা

নিউজ ডেস্ক:  সেনাঅভ্যুত্থানের মাধ্যমে নাইজারের ক্ষমতা দখলের জেরে দেশটিতে সবধরনের নিরাপত্তা সহযোগিতা স্থগিতের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ। খবর বিবিসির এদিকে যুক্তরাষ্ট্র উৎখাত হওয়া দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমের প্রতি সমর্থনের ঘোষণা দিয়েছে।

গত বুধবার রাজধানী নিয়ামে প্রেসিডেন্ট প্রাসাদে দেশটির প্রেসিডেন্সিয়াল গার্ড কর্তৃক প্রেসিডেন্ট বাজোমকে আটক করার মধ্য দিয়ে নাইজারে অভ্যুত্থানের সূচনা হয়। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যদের শুরু করা এ অভ্যুত্থানে পরে সমর্থন জানায় দেশটির সেনাবাহিনী।

তারপর সামরিক বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে সংবিধান স্থগিত করে দেশের ক্ষমতা দখলের কথা জানানো হয়।

শুক্রবার প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান আবদুরাহমান চিয়ানি নিজেকে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে ঘোষণা করেছেন।

এদিকে রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন অভ্যুত্থানের প্রশংসা করে একে বিজয় বলে বর্ণনা করেছেন।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image