• ঢাকা
  • বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সীমান্তে বিজিবি-বিজিপির পতাকা বৈঠক অনুষ্ঠিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:২৩ এএম
সীমান্তে
বিজিবি-বিজিপির পতাকা বৈঠক অনুষ্ঠিত

জাফর আলম, কক্সবাজার : মিয়ানমারের অভ্যন্তরে বিজিবি-বিজিপি অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে বিজিবি কক্সবাজার ব্যাটালিয়ন এবং প্রতিপক্ষ নাম্বর ২ বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) মিয়ানমার এর মাঝে সীমান্ত পিলার ৩১/১-এস এর সন্নিকটে অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

পতাকা বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। এছাড়াও বাংলাদেশ প্রতিনিধি দলে আরও কয়েকজন কর্মকর্তা এবং অন্যান্য পদবিসহ মোট ১৯ জন উপস্থিত ছিলেন। 

অন্যদিকে মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেন নম্বর (২) বিজিপির অধিনায়ক, লে. কর্ণেল কিয় নাইং সোই এবং আরও কয়েকজন কর্মকর্তা সহ মোট ২০ জন। বৈঠকে সীমান্তের বিভিন্ন বিষয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়। 

পরিশেষে উভয় দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ ভবিষৎতে সীমান্ত এলাকায় যে কোন ঘটনা ঘটলে তা আলোচনার মাধ্যমে সমাধান করার বিষয়ে উভয় অধিনায়ক একমত পোষণ করেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image