• ঢাকা
  • রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মৌসুমি বায়ুর প্রভাবে ৫ বিভাগে বৃষ্টির পূর্বাভাস  


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৬ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:১৫ পিএম
মৌসুমি বায়ু প্রভাবে ৫ বিভাগে
বৃষ্টির পূর্বাভাস

নিউজ ডেস্ক : মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তর বঙ্গোপসাগরে মাঝারিভাবে অবস্থান করছে । এর প্রভাবে দেশের পাঁচটি বিভাগে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ।  

আবহাওয়া অধিদফতরের এক পূর্বাভাসে শনিবার( ২৬ আগস্ট) সকালে এ তথ্য জানানো হয়েছে ।   আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শনিবার বিকেল পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী( ৪৪- ৮৮ মিলিমিটার) থেকে অতিভারী ( ৮৯ মিলিমিটার বা তারও বেশি) বর্ষণ হতে পারে ।  

বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত । এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে ।  

২৬ আগস্ট সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টি হতে পারে । সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে ।  

এদিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে । ঢাকায় দক্ষিণ/ দক্ষিণ- পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ১০- ১৫ কিলোমিটার ।    আগামী দু’দিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে । বর্ধিত ৫ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে ।  

২৫ আগস্ট দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সীতাকুণ্ডে ১৪৪ মিলিমিটার । সর্বোচ্চ তাপমাত্রাও রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩৩ ডিগ্রি সেলসিয়াস ।  

ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ১১ মিলিমিটার, আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস । 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image