
মজিবর রহমান,পিরোজপুর প্রতিনিধি : ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন-জেন্ডর বৈষম্য করবে নিরসন”এই স্লোগানকে ধারণ করে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস- ২০২৩ পালন করা হয়েছে।
বুধবার (৮ মার্চ) মঠবাড়িয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় বিশাল এক শোভাযাত্রা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সভাকক্ষে গিয়ে আলেচনা সভায় মিলিত হয়।
পরে উপজেলা সহকারী কমিশণার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,থানা অফিসার ইন চার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলামগীর হোসেন,প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু,সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক ইসরাত জাহান মমতাজ,তানজিলা আক্তার,সুদেবী প্রমুখ। এ সময় এনজিও,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: