• ঢাকা
  • শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ইইউ নির্বাচনি অনুসন্ধানী অগ্রগামী দল শনিবার ঢাকা আসছে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৬ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:৪৪ পিএম
মিশনের কাজ হবে পর্যবেক্ষণ মিশনের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট
মোহাম্মদ রফিকুল আলম

নিউজ ডেস্ক:  নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইইউ-এর ছয় সদস্যবিশিষ্ট একটি নির্বাচনি অনুসন্ধানী অগ্রগামী দল আগামী শনিবার (৮ জুলাই) ঢাকা আসছে। দলটি দুই সপ্তাহের জন্য বাংলাদেশ সফর করবে। বৃহস্পতিবার (৬ জুলাই) সাপ্তাহিক ব্রিফিংয়ে জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এ মিশনের কাজ হবে মূল নিবার্চন পর্যবেক্ষণ মিশনের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট, লজিস্টিক্স ও নিরাপত্তা ইত্যাদি বিষয়াদি মূল্যায়ন করা। উক্ত অনুসন্ধানী মিশন বাংলাদেশে অবস্থানকালে সরকারের প্রতিনিধি, নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজ এবং গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে ইচ্ছুক বলে ঢাকাস্থ ইইউ ডেলিগেশন জানিয়েছে।’

নির্বাচন কমিশনের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হবে বলে এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তেমন কিছু করণীয় নেই জানিয়ে তিনি বলেন, ‘অনুসন্ধানী মিশন হতে প্রাপ্ত এসব তথ্যের ভিত্তিতেই পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়ন আগামী জাতীয় নির্বাচনের পূর্বে পূর্ণাঙ্গ নিবার্চন পর্যবেক্ষণ মিশন প্রেরণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।’

মানবাধিকার বিষয়ক ইইউ-র বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর জুলাই মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফর করবেন বলে আশা করা যাচ্ছে।

মোহাম্মদ রফিকুল আলম বলেন, ‘সফরকালে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং মানবাধিকার বিষয়ক সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করবেন।’

উল্লেখ্য, গত ২-৫ মে তারিখে ব্রাসেলস সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গিলমোরসহ ইইউ-এর অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক করেন এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।  
 

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image