• ঢাকা
  • বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

চলছে নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০৫ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:৩৫ পিএম
নোয়াখালী জেলা
আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন চলছে 

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী প্রতিনিধি : বহুল প্রত্যাশিত নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার দুপুরে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে শুরু হয়েছে। নির্ধারিত সময়ের প্রায় ২ ঘন্টা পরে এ সম্মেলনের উদ্ভোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও  প্রধান অতিথি  ওবায়দুল কাদের সম্মেলন স্থলে আসেন সাড়ে ১১ টায়।১১ টা  ৪০ মিনিটে তিনি বিশেষ অতিথিদের নিয়ে সভা মন্চে উঠেন। এর পর দুপুর ১২টার দিকে সম্মেলনের উদ্ভোধক ইন্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি না আসায় ওবায়দুল কাদের সম্মেলনের উদ্ভোধন করেন।

উদ্ভোধনী বক্তৃতায় তিনি উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন  স্লোগান যদি দিতে হয় তাহলে বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দিন।তিনি বলেন অনেক অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে বেড়ে উঠেছি।আজকের সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদের বিরুদ্ধ লড়াই করে উন্নয়নের সড়ক বেযে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে চলছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন  প্রবীন আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ এএইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image