
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় বিষ্ফোরন মামলায় জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর কাউসার মিয়া- (৫৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে শহরের কান্দিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কাউছার মিয়া শহরের কান্দিপাড়ার বুলু মিয়ার ছেলে ও পৌরসভার ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক কাউসার মিয়ার বিরুদ্ধে সদর থানায় একাধিক বিস্ফোরণ আইনে মামলা রয়েছে। এসব মামলায় তিনি পলাতক ছিলেন। অবরোধকে কেন্দ্র করে তিনি নাশকতা চালানোর পরিকল্পনা করছিলেন। বৃহস্পতিবার দুপুরে কান্দিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: